নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৬ পিএম, ৬ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:৫৭ এএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ‘নিরাপদ ডটকম’-এর পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।
তিনি বলেন, ‘রাজধানীর দক্ষিণ খান থানার কাওলা এলাকা থেকে সোমবার (৪ অক্টোবর) নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ অ্যানিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে একজন ভুক্তভোগী মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
নিরাপদ ডকটম ছাড়াও সিআইডি গত দুই সপ্তাহে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ, ই-ভ্যালি, রিং আইডি, এসপিসির শীর্ষ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সিআইডি মানি লন্ডারিং ও প্রতারণার ছয়টি মামলা তদন্ত করছে।