রেমিটেন্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে - অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৪৫ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিটেন্স কম এসেছে। আশা করছি, রেমিটেন্স প্রবাহ ধীরে ধীরে বাড়বে।
আজ বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, গতবছর প্রায় ২৫ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল। এখনও যে গতিতে আসছে, সে গতিতে এলে ২২-২৩ বিলিয়ন ডলার আসবে। ২২ বিলিয়ন ডলার কিন্তু কম না।
তিনি বলেন, রেমিটেন্স কম আসার মূল কারণ হচ্ছে বিদেশে যেসব প্রবাসী আছেন, তারা দেশে এসে আর যেতে পারেননি। রেমিটেন্স আসে তাদের কাছ থেকেই, যারা বিদেশে যান। আগে যত পরিমাণ বিদেশে ছিলেন, এখন সেই পরিমাণ নেই। যাওয়া শুরু হয়েছে। আমার মনে হয়, দুই-তিন মাসে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
অর্থমন্ত্রী বলেন, আগে যে পরিমাণ জনবল বিদেশে ছিল, এখন সে পরিমাণ বিদেশে আছে কিনা, সেটা নিশ্চিত হওয়ার পরেও যদি কম আসে, তখন বুঝতে হবে অন্য কোনও কারণও থাকতে পারে।