পুঁজিবাজারে সূচকের ব্যাপক দরপতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ এএম, ২০ অক্টোবর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:০৭ পিএম, ৩০ নভেম্বর,শনিবার,২০২৪
টানা সপ্তম দিনের মতো পুঁজিবাজারে দরপতন হয়েছে। এ সময় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে ৩৪৭ পয়েন্ট। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিকে টানা সাত দিন ধরে পুঁজিবাজারে দরপতন চললেও সর্বশেষ দুদিন পতনের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে। এই দুইদিনে সূচক কমেছে ১৬৬ পয়েন্ট।
আজ মঙ্গলবার দিনশেষে দেশের দুই পুঁজিবাজারে সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।
এদিন ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের ৩৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৯০৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ২৫৪টির এবং ৩৫টির শেয়ার ও ইউনিট দাম অপরিবর্তিত রয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট কমে সাত হাজার ২০ পয়েন্টে নেমে আসে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৫০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ২ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সূচক ও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমলেও আর্থিক লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। এদিন ডিএসইতে এক হাজার ৬৯২ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার থেকে তা ২৮৯ কোটি ২ লাখ টাকা বেশি। সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯৮টি কোম্পানির ১ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৯টি, কমেছে ১৯৯টির এবং ২০টির দামে কোনো পরিবর্তন আসেনি। এদিন সিএসইর সার্বিক মূল সূচক ১৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৫১১ পয়েন্টে। দিনশেষে সিএসইতে ৪৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৫৫ লাখ টাকা।