হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রফতানি শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ১৫ অক্টোবর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৮:২১ পিএম, ৪ ডিসেম্বর,
বুধবার,২০২৪
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।
হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুর্গাপূজা উপলক্ষে গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর টানা ৬ দিন ছুটি ঘোষণা করা হয়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন ইতোমধ্যে বন্দর শ্রমিক ও কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসা ট্রাক গুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।
আমদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দরে আবারো প্রাণ চঞ্চলতা ফিরতে শুরু করেছে।
দিনকাল/এসএস