

আলহাজ্ব মজিবর রহমান, পৌর মেয়র আনোয়ার আলীসহ সেরা ৭ করদাতাকে সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ পিএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১১:৫৫ পিএম, ৫ জুন,সোমবার,২০২৩
_1613213474.jpg)
জাতীয় রাজস্ব বোর্ড উপ কর কমিশনার সার্কেল–১৮, কুষ্টিয়া কর অঞ্চল–খুলনা, কুষ্টিয়া জেলায় আলহাজ্ব মজিবর রহমান ও পৌর মেয়র আনোয়ার আলীসহ সাত জন করদাতাকে সম্মানা প্রদান করেছে।
গতকাল শুক্রবার দুপুরে কুষ্টিয়া উপ–কর কমিশনার মতিউর রহমান, সার্কেল–১৮, উপ কর কমিশনারের কার্যালয়ে সম্মাননা প্রদান করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের এ সময়ে জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড সম্মানিত করদাতাদের পুরস্কৃত করতে পেরে আনন্দিত।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর রুপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বতস্ফূর্ত ভাবে কর প্রদানে এগিয়ে আসার আহব্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া উপ কর কমিশনার মতিউর রহমান।
সম্মানা প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত করদাতারা দেশের উন্নয়নে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। করবর্ষ ২০১৯–২০ কর প্রদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় রাজস্ব বোর্ড হতে সম্মাননা লাভ করেন পুরস্কার প্রাপ্ত করদাতাবৃন্দ।
কুষ্টিয়া জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে পুরস্কার পেয়েছে আনোয়ার আলী, এ বি এম গোলাম মাহবুব খান, সর্বোচ্চ কর প্রদানকারী তিনজন হলেন, মজিবর রহমান, পারভেজ রহমান, শামসুর রহমান। এছাড়া তরুন করদাতা ফেরদৌস ওয়াহিদ ও মহিলা করদাতা ক্যাটাগরিতে মিসেস সেলিমা বেগম সম্মাননা গ্রহন করেন।