

কাপাসিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০১ এএম, ৩ ডিসেম্বর,রবিবার,২০২৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের আউটলেট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
উপজেলার টোক সড়কে আমরাইদ বাজারের মসজিদ সংলগ্ন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার এজেন্ট মোঃ নাঈম হোসেনের সভাপতিত্বে ও মাওলানা এনায়েত হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কাপাসিয়া শাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ রুহুল আমীন, আমরাইদ কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আমিনুল হক সাদেক, জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন মোল্লা, সাংবাদিক মঞ্জুরুল হক গাজী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক পিন্টু, আউটলেট ম্যানেজার মোঃ জাহিদ হাসান, চাঁদপুর আউটলেট এজেন্ট মোঃ সাব্বির হোসাইন প্রমূখ।