উহানের ল্যাব থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে : ধারণা মার্কিন গবেষকদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৮ এএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৬:০৬ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের একটি জাতীয় গবেষণাগারের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের উহানের একটি ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে যা অনুমান করা হচ্ছে তা বিশ্বাসযোগ্য এবং এ নিয়ে আরও তদন্তের প্রয়োজন। গবেষণাগারের গোপন প্রতিবেদনটির সঙ্গে সংশ্লিষ্টরা এ কথা বলেছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এই তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মে’তে ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরি এই গবেষণা চালিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন মতে, মহামারির উৎপত্তি নিয়ে বিগত ট্রাম্প প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের তদন্তে এই গবেষণার উদ্ধৃতি দেওয়া হয়েছিল।
এতে আরও বলা হয়েছে, লরেন্স লিভারমোর পর্যালোচনা কোভিড-১৯ ভাইরাসের জেনোমিক বিশ্লেষণ থেকে নেওয়া হয়েছে। তবে, গবেষণা সংস্থাটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের ওপর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। শুরু থেকেই করোনাভাইরাসের উৎপত্তির জন্য চীনকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে চীন সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।