

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের উপর ‘অস্থায়ী বিধিনিষেধ’ আরোপ করছে ইইউ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৬ এএম, ১৫ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫৫ পিএম, ২ ডিসেম্বর,শনিবার,২০২৩

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে নিজ দেশের অবৈধ অভিবাসীদের ফেরানোর বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা না করার কারণে ইউরোপীয় কমিশন বাংলাদেশিদের জন্য স্বল্পকালীন ভিসার বিষয়ে ‘সাময়িক বিধিনিষেধমূলক ব্যবস্থা’র প্রস্তাব করেছে। প্রস্তাবটি গত মাসে করা হয়েছে। বাংলাদেশ ছাড়া আরো দুটি দেশের ব্যাপারে এমন প্রস্তাব আনা হয়েছে। দেশ দুটি হলো ইরাক এবং গাম্বিয়া।
ইউরোপীয় কমিশনের বরাতে ‘শেনজেন ভিসা ইনফো ডট কম’ জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংশোধিত ভিসা কোড কার্যকর হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়নের নতুন স্বল্পকালীন ভিসা নীতি অংশীদার দেশগুলোর সহযোগিতার সাথে নিবিড়ভাবে যুক্ত। এই সহযোগিতা বলতে বুঝায়- অংশীদার দেশগুলো তাদের সেসব নাগরিকদের ফিরিয়ে নেবে, যাদের ইইউ অঞ্চলে থাকার অধিকার নেই।
প্রস্তাবে এটিও জোর দিয়ে বলা হয়েছে যে, প্রস্তাবিত বিধিনিষেধগুলো সেসব আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা ইইউ নাগরিকদের পরিবারের সদস্য অথবা অন্যান্য ব্যক্তি যাদের ইইউতে অবাধ চলাফেরার অনুমতি রয়েছে।
উল্লেখ্য, ইউরোপীয় কমিশনের এমন প্রস্তাবের পর এখন ইউরোপীয় কাউন্সিলকে প্রস্তাবটি যাচাই-বাছাই করে সেটি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তাবটি অনুমোদিত হওয়ার সাথে সাথেই বিধিনিষেধগুলো কার্যকর হতে শুরু করবে।