বোরকার বাজারে পরিণত হয়েছে কাবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৮ পিএম, ১৫ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ১২:০৮ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
তালেবানরা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে দখল করে নিয়ে এখন রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে রয়েছে। দেশটির যখন এই রকম পরিস্থিতি তখন রাজধানী কাবুলে নারীদের বোরকা ক্রয়ের হিড়িক পড়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
ধারণা করা হচ্ছে, দখল করা অন্যান্য প্রদেশের মতো রাজধানী কাবুলেও নিজেস্ব আইন জারি করবে তালেবান। সেই আশঙ্কা থেকেই বোরকা কিনছেন নারীরা। গেল সপ্তাহেই পোশাকের জন্য এক তরুণীকে গুলি করে হত্যা করে তালেবান বাহিনী। কাবুল দখলের আগ মুহূর্তে সেখানকার নারীরাও তৈরি হচ্ছেন পরিস্থিতি মোকাবেলার জন্য।
এর আগে, ৯০-এর দশকে তালেবান সরকার যখন ক্ষমতায় আসে তখন কড়াকড়ি ভাবে বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করে। কেউ এই নির্দেশ না মানলে তালেবানের নৈতিক পুলিশের হাতে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হতো।