ডেল্টা ভ্যারিয়েন্টে হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৪ এএম, ২৯ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৮:৪১ এএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
বৃটেনে নতুন এক গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাসের আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ। এর আগের এক গবেষণায় পাওয়া যায়, আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্ট শতকরা ৫০ ভাগ বেশি সংক্রামক।
এ খবর দিয়ে অনলাইন স্কাইনিউজ বলছে, সর্বশেষ গবেষণাটি করেছে পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এবং কেমব্রিজ ইউনিভার্সিটি। তাদের এই গবেষণায় এই দুটি ভ্যারিয়েন্টে আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি তুলনা করা হয়েছে।
পিএইচই-এর ন্যাশনাল ইনফেকশন সার্ভিসের মহামারি বিষয়ক কনসালট্যান্ট ড. গাভিন ডেব্রেরা বলেছেন, আমাদের গবেষণা নিশ্চিত করে আগে যেসব গবেষণালব্ধ ফল প্রকাশ হয়েছিল তা যথার্থ।
ওইসব গবেষণায় বলা হয়েছিল, আলফা ভ্যারিয়েন্টের তুলনায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের অধিক সংখ্যক হাসপাতালে ভর্তি করতে হয়। তবে এরই মধ্যে আমরা জানতে পেরেছি, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে চমৎকার সুরক্ষা দেয় টিকা। বৃটেনে নতুন করোনা সংক্রমণের মধ্যে শতকরা ৯৮ ভাগেরও বেশি আক্রান্ত হচ্ছেন এই ভ্যারিয়েন্টে। ফলে যারা এখনও টিকা নেননি, তাদের উচিত বিলম্ব না করে দুই ডোজ টিকা নেয়া।
স্কটল্যান্ডে এক গবেষণায় দেখা যায়, আলফা ভ্যারিয়েন্টের চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ। একই সঙ্গে ভয়াবহ রোগ সৃষ্টির সঙ্গে সম্পৃক্ত এই ভ্যারিয়েন্ট। সর্বশেষ গবেষণায় বিজ্ঞানীরা ২৯ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত ইংল্যান্ডের কমপক্ষে ৪৩,৩৩৮ জন করোনা রোগীর ডাটা নিয়ে গবেষণা করেছেন।
এর মধ্যে কতজনকে টিকা দেয়া হয়েছে, কতজনকে জরুরি চিকিৎসা দিতে হয়েছে, কতজন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং অন্যান্য বৈশিষ্ট্য দেখা দিয়েছে তা নিয়ে তারা বিশ্লেষণ করেছেন। এর মধ্যে ৫০ জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে এই সংখ্যা আলফা ভ্যারিয়েন্টের চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টে দ্বিগুণ।