জাতিসংঘে ভাষণ : মোদি সরকারকে ফ্যাসিস্ট বললেন ইমরান খান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৪ এএম, ২৭ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৪:৪৯ এএম, ১০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার দেশ আমেরিকার অকৃতজ্ঞতা ও আন্তর্জাতিক দ্বৈত অবস্থানের শিকার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার এ কথা বলেন। শনিবার শেষ বেলায় তার পূর্ব রেকর্ডকৃত ভাষণ প্রচার করেন। এতে তিনি জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক ইসলামভীতি এবং উন্নয়নশীল দেশগুলোর দুর্নীতিগ্রস্ত এলিটদের চরম বিশঙ্খলার মতো নানা ইস্যু নিয়ে কথা বলেন। জাতিসংঘে দেয়া ভাষণে ভারতের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করেন ইমরান খান। আফগান পরিস্থিতির জন্য আমেরিকা ও ইউরোপের বহু কর্মকর্তা পাকিস্তানকে দায়ী করে থাকেন- একথা উল্লেখ করে ইমরান খান বলেন, নাইন-ইলেভেনের হামলার পর আমেরিকা আফগানিস্তানে যে অভিযান চালিয়েছিল তাতে পাকিস্তান পশ্চিমাদের সহযোগী ছিল এবং এজন্য ইসলামাবাদকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে। অথচ আমেরিকা ইসলামাবাদকে ছেড়ে গেছে।
ইমরান খান বলেন, আফগান যুদ্ধের জন্য পাকিস্তানের ৮০ হাজার মানুষকে জীবন দিতে হয়েছে। এখানে পুরস্কারের পরিবর্তে পাকিস্তান পশ্চিমাদের কাছ থেকে দোষী বলে সাব্যস্ত হয়েছে।