রেডলিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:২৮ পিএম, ৮ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:১৪ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
ভ্রমণ নিষেধাজ্ঞার রেডলিস্ট থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার করে নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে দেশটি।
আজ শুক্রবার এক টুইটের মাধ্যমে দেশটির সরকারের এই সিদ্ধান্তের কথা জানান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বাংলাদেশের নাম প্রত্যাহার করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান নজরুল ইসলাম।
বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতির কারণে বাহরাইন সরকার বাংলাদেশসহ ১১টি দেশের দেশের নাম লাল তালিকা থেকে বাদ দিয়েছে।
বাহরাইন সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১টি দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। লাল তালিকায় অন্তর্ভুক্ত থাকায় দেশে অবস্থানরত প্রবাসী কর্মীরা বাহরাইনে যেতে পারছিলেন না।
এদিকে গণামাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১০ই অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।