যুক্তরাজ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিএনপির কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৩ এএম, ১২ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:১৭ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে প্রবাসে যুক্তরাজ্য সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি। আগামী ২৬ মার্চ থেকে এই কমিটি তার কার্যক্রমের মধ্য দিয়ে শুরু করবে বছরব্যাপী কর্মসূচি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে আহ্বায়ক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ কে সদস্য সচিব এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সদস্য সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে ২৬৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি।
জাতীয় কমিটির আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ কমিটির অনুমোদন দেন।
এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যুক্তরাজ্যের উদযাপন কমিটিতে এম এ মালিক আহ্বায়ক, কয়ছর এম আহমদ সদস্য সচিব এবং কামাল উদ্দিন যুগ্ম আহ্বায়ক মনোনিত হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।