ফুটবল কিংবদন্তী পেলে আর নেই
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৪ এএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১২:২১ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
ফুটবল মাঠে তার সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার। সেই তিনি জীবনের মাঠে হার মানলেন মরণব্যাধি ক্যান্সারের কাছে। ক্যান্সারের সঙ্গে লড়াইটা ছিলো দীর্ঘদিনের, আর পারলেন না। মরণঘাতী ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফুটবলের রাজা পেলে। শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন ফুটবলের সম্রাটখ্যাত ব্রাজিলের কিংবদন্তি 'কালোমানিক' পেলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনবার বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি। সর্বশেষ ৩০ নভেম্বর আবারও অসুস্থ হয়ে পড়লে সাও পাওলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয় পেলেকে। সেখানেই মারা যান তিনবারের বিশ্বকাপজয়ী এই কিংবদন্তি।
ক্যান্সারের পাশাপাশি পেলের শরীরে গতবছর টিউমারও ধরা পড়েছিলো, অপারেশন করে সেটি অপসারণ করা হলেও শারীরিক জটিলতা যেন তার পিছু ছাড়ছিলো না। মঙ্গলবার 'সাধারণ ফোলা' এবং 'হার্ট ফেইলিউর' এর জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
গত তিনদিনে হাসপাতালেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে। সর্বশেষ আজ কোমোথেরাপিতেও সাড়া দিচ্ছিলো ন আতার শরীর। তারপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে।
ডাক্তাররা জানান, ক্যান্সারের জন্য এর আগেও অস্ত্রোপচারও করতে হয়েছিল ৮২ বছর বয়সী পেলের। তার শরীরে এখন আর ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত কেমোথেরাপি কাজ করছে না।
ক্যান্সারের সঙ্গে দীর্ঘ এই লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে অবশেষে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা 'কালোমানিক' পেলে।