মেসি: শান্তিতে ঘুমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০৩ পিএম, ৩০ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৫৯ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
গান অনেকেই গায়। কিছু গান কালজয়ী হয়ে যায়। তেমনি বলা যায়, খেলা অনেকেই খেলে। কিন্তু মাত্র কিছু মানুষ কিংবদন্তী হয়ে যায়। পেলে তাদেরই একজন। কিছু ক্ষেত্রে বলা যায় তিনি অনন্য। তিনটি বিশ্বকাপ জয় করেছে আর কজন? সেই মহাতারকা অনন্তের পথে রওনা দিয়েছেন গতরাতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সদ্য বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
স্বল্পভাষী মেসি খুব সংক্ষিপ্ত ভাষায় পেলের প্রতি তার শোক প্রকাশ করেছেন। তার সাথে পেলের ছবিসহ মোট তিনটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান।’
মেসিকে নিয়ে বিশ্বজুড়ে যে মাতামাতি তাতে গা ভেজাতেন না পেলে। বরং অনেক সময় নেইমার ও রোনালদোকে তার চেয়ে শ্রেষ্ঠত্ব দিতে পছন্দ করতেন। এক অনুষ্ঠানে তিনি এভাবেও বলেছিলেন, সবাই মেসির কথা বলে। সে তারকা ঠিক আছে। কিন্তু যদি তাকে সর্বকালের সেরা হতে হয়, তাহলে আগে নেইমারের চেয়ে ভালো ফুটবলার হতে হবে। আবার রোনালদোর সাথে তুলনার ক্ষেত্রেও মেসিকে প্রায় সময় পরেই রাখতেন।
তবে এবার বিশ্বকাপ জয়ের পর মেসি ও আর্জেন্টিনার প্রশংসা করেন। তুলে আনেন আরেক লিজেন্ডারি ফুটবলার ম্যারাডোনার কথাও। বলেন, মেসি প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল। ও যেভাবে খেলে, তাতে এটা তার প্রাপ্যই ছিল। অভিনন্দন আর্জেন্টিনা। দিয়েগো (মারাদোনা) এখন নিশ্চয়ই ওপার থেকে হাসছে। হাসপাতাল থেকে লেখা এ পোস্টের সাথে পেলে মেসিদের কাপ নিয়ে উল্লাসের একটি ছবিও দেন।
২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন পেলে। কাতার বিশ্বকাপে শুরুর কয়েকদিন পর নভেম্বরে তাকে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন ক্যানসারের প্রকোপ বেড়ে যাওয়ায় বড়দিনের মত উৎসবের সময়ও তাকে হাসপাতালে কাটাতে হয়। গত কয়েকদিনে অনেকবার গুজব ছড়িয়েছিল- পেলে আর নেই। সেসব গুজব ঠেলের পেলে-কন্যা কেলি আপডেট জানাতেন বাবার। তবে এবার আর গুজব নয়। সত্যিই ওপারে চলে গেলেন কালো মানিক খ্যাত পেলে।