তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে অন্তত ২৩০০ মানুষের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৩ পিএম, ৬ ফেব্রুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:১৪ এএম, ১৩ অক্টোবর,রবিবার,২০২৪
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে অন্তত ২৩০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ভূমিকম্পে ১৪৯৮ জনের মৃত্যু হয়েছে। আর সিরিয়ায় মারা গেছে ৮১০ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ২৩শ’ ছাড়িয়েছে।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হয়ে ওরহাম তাতার জানিয়েছেন, ভূমিকম্প আক্রান্ত সব এলাকায় তাদের সদস্যরা পৌঁছাতে পেরেছে। বিভিন্ন জায়গায় আরও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।
এখন পর্যন্ত তুরস্কে ভূমিকম্পে আহত হয়েছে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। ভেঙে পড়েছে প্রায় তিন হাজার ভবন।