যুক্তরাষ্ট্রে সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:১২ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:৪৩ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের একটি শহরে সাবেক স্ত্রীসহ ৬ জনকে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী।
হামলাকারী গতকাল শুক্রবার (১৭ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটনা। বিবিসি জানিয়েছে, একাধিক স্থান থেকে উদ্ধার করা হয় মরদেহ।
পুলিশ জানিয়েছে, ৫২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি একাই এই হত্যাকাণ্ড চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানা যায়, এদিন স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি দোকানে ঢুকে একজনের ওপর গুলি চালায় বন্দুকধারী।
এরপর একটি বাড়িতে গিয়ে হামলা চালায় দুইজনের ওপর। এতে মৃত্যু হয় এক নারীর। আহত হন তার স্বামী। আরেকটি বাড়িতে হত্যা করা হয় দুইজনকে। কাছাকাছি রাস্তা ও গাড়ি থেকে উদ্ধার হয় আরও দুইটি মরদেহ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনে গাড়িসহ আটক করা হয় সন্দেহভাজনকে।
এই নিয়ে চলতি বছর ৭৩টি গণহত্যার ঘটনা হলো যুক্তরাষ্ট্রে। তিনি আরও জানান, সন্দেহভাজনকারীর এক শটগান ও দুইটি হ্যান্ডগান ছিল। পুরো এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।