জার্মানিতে টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫২ এএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:০৭ পিএম, ১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
জার্মানিতে করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেয়ার পরও ১৪ জন করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে দেশটিতে লকডাউন তুলে না নেয়ার পরামর্শ দিয়েছেন বাভারিয়া অঙ্গরাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। একটি নার্সিং হোমে এই ঘটনা ঘটেছে বলে জানায় ডয়েচে ভেলে। জার্মানির ওসনাব্রুক শহরের বেল্ম এলাকার একটি নার্সিংহোমের সব বাসিন্দাকে বায়োএনটেক-ফাইজারের টিকা দেয়া হয়েছিল। দুই ডোজের টিকার দ্বিতীয় ডোজ তাদের দেয়া হয় গত ২৫ জানুয়ারি। কিন্তু তারপরও ওই নার্সিংহোমে গত সপ্তাহের শেষদিকে করোনা পরীক্ষায় ১৪ জনের শরীরে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। অথচ পরীক্ষার আগে তাদের কারো মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। তাদের সংক্রমিত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় সরকারের এক মুখপাত্র এসব তথ্য জানান। এদিকে জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকি এড়াতে লকডাউন শিগগিরই তুলে না দিতে সরকারকে সতর্ক করেছেন বাভারিয়া অঙ্গরাজ্যের প্রধান প্রশাসনিক কর্মকতা মার্কাস স্যোয়ডার। মহামারী নিয়ন্ত্রণে করোনা বিধিনিষেধ নিয়ে আলাপকালে জার্মান সংবাদমাধ্যম এআরডিকে এই কথা জানান তিনি।