কুয়েতে পুরুষ নির্যাতনের অপরাধে বাংলাদেশী নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৪ পিএম, ৩০ অক্টোবর,
বুধবার,২০২৪ | আপডেট: ১০:২৯ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
কুয়েতের সাদ আল আবদুল্লাহ আবাসিক অঞ্চলের একটি ভবনের রুমের ভিতরে একজন বাংলাদেশী পুরুষকে মুখ-হাত বেধে একজন বাংলাদেশী নারী বেদমপ্রহর ও নির্যাতন করছে এমন একটি ভিডিও স্যোসাল মিডিয়া ছড়িয়ে পড়লে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগ ওই বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করে। স্থানিয় নাগরিকদের মধ্যে ও এ বিষয় উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায় তার সহযোগীকে বলছেন ভিডিও কর “রানি মে হু কিং খান", বল কে আমি? কিং খান” ছাড় আছে ছাড় দেইনা।
দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানায়, ওই নারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাহয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
দিনকাল/এমএইচআর