বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ায় দূতাবাসের প্রচারণা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪২ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪ | আপডেট: ০৩:২১ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
মালয়েশিয়ায় পেনাং প্রদেশে তিন দিনব্যাপী হাইকমিশনের কনস্যুলার সেবা ও বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনি, রোববার ও সোমবার (২, ৩ ও ৪ নভেম্বর) কুয়ালালামপুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে পেনাংয়ে অবস্থিত বাংলাদেশের অগ্রণী ব্যাংক মানি ট্রান্সফার অফিসে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ ও এমআরপি পাসপোর্ট প্রদানসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন কনস্যুলার সেবা প্রদান করা হয়।
এ ছাড়া বৈধপথে প্রবাসী আয় প্রেরণ ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভা এবং গণশুনানি অনুষ্ঠিত হয়। এসময় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গাসহ বিভিন্ন সুবিধা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। হাইকমিশনার প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈধপথে টাকা পাঠানো হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
হাইকমিশনার সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চালু করা হয়েছে। তিনি সবাইকে ওয়েজ আর্নারস ওয়েল ফেয়ার বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানান।
মতবিনিময়কালে হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এসময় হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের মাঝে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ, সর্বজনীন পেনশন স্কিম এবং ওয়েজ আর্নারস ওয়েল ফেয়ার বোর্ডের সদস্য হওয়া সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
হাইকমিশনারের সঙ্গে নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি কথা বলতে পেরে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, মালয়েশিয়ার অগ্রণী রেমিট্যান্স হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ এবং সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের ডিরেক্টর আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা), হাইকমিশনের অন্য কর্মকর্তারা এবং বিপুল সংখ্যক প্রবাসী সেবাপ্রার্থী উপস্থিত ছিলেন।
দিনকাল/এমএইচআর