মিয়ানমারের সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ এএম, ১৩ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ১০:১২ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
মিয়ানমারের বর্তমান ও সাবেক বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার টানা সপ্তম দিনের মতো আন্দোলন চলছে। সেনাবাহিনীর ক্ষমতা ছাড়ার দাবিতে রাজপথে নেমে এসেছে হাজার হাজার বিক্ষুদ্ধ মানুষ। দেশজুড়েই বিক্ষোভ করেছে তারা। বেশিরভাগ এলাকায় বিক্ষোভ শান্তিপূর্ণ হলেও পুলিশ বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ছুড়েছে। কিছু কিছু জায়গায় তাজা গুলি ছোড়ারও ঘটনা ঘটেছে।