

যুক্তরাষ্ট্র বিএনপি'র কর্মীসভা ও তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ পিএম, ৮ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০১:৪৯ এএম, ২৮ নভেম্বর,মঙ্গলবার,২০২৩

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট বিএনপি'র কর্মীসভা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে বিএনপি'র ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, উক্ত সভায় সভাপতিত্ব করেন দেওয়ান আকমাল চৌধুরি, সভার আয়োজক জনাব, আনোয়ার হোসেন খোকন, সহ- আন্তর্জাতিক সম্পাদক উত্তর ও দক্ষিণ আমেরিকা সাংগঠনিক সমন্বয়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি'র বিভিন্ন স্টেট সভাপতি, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সা: সম্পাদক, সদস্য সচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপি নেতৃবৃন্দ।
উক্ত সভায় মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর রাষ্ট্রীয় খেতাব "আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।