মোদির প্রধান উপদেষ্টার পদত্যাগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৮ পিএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:১৯ এএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎ করেই পদত্যাগ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান উপদেষ্টা পিকে সিনহা।
গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) এ খবর জানিয়েছে এনডিটিভিসহ দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।
এনডিটিভির খবরে বলা হয়, গত ১৮ মাস আগে প্রধান উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর অফিসে যোগদান করেন তিনি। তার আগে টানা চার বছর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পিকে সিনহা।
কিন্তু হঠাৎ করেই মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এরপর থেকেই মোদির আস্থাভাজন বলে পরিচিত এই কর্মকর্তার এমন সিদ্ধান্তকে ঘিরে নানান প্রশ্ন উঠছে। ব্যক্তিগত কারণের কথা বললেও এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জানা গেছে, ২০১৯ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদটি তৈরি করা হয়েছিল। মূলত পিকে সিনহাকে জায়গা করে দেয়ার জন্যই এ পদক্ষেপ। তাছাড়া তিনি ভারতীয় সরকারি কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিলেন।
সে সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন পর্যন্ত তার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পিকে সিনহা।