শ্রীলঙ্কায় গিরিখাতে বাস দুর্ঘটনা, নিহত- ১৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫৭ পিএম, ২০ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৯:২১ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস পাহাড় থেকে গিরিখাতে পড়ে অন্তত ১৩ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন।
আজ শনিবার (২০ মার্চ) দেশটির রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে পাসারা শহরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাতে পড়ে যায়।
স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক অজিত রোহানা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।