এশিয়া প্যাসিফিক অঞ্চল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ২৫শে মার্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ এএম, ২৫ মার্চ,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১২:৩৮ এএম, ১৭ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
এশিয়া প্যাসিফিক অঞ্চল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সূর্যোদয়ের দেশ হিসাবে পরিচিত জাপানের সময়ের আলোকে ২৫শে মার্চ দিবাগত রাত (২৬ শে মার্চ রাত ১২:০০ টায়) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি আহ্বায়ক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য জনাব ড. খন্দকার মোশাররফ হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য, জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য, জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ও সদস্য চেরপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম, এবং ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি, ঢাকা মহানগর (উত্তর) জনাব এম এ কাইয়ুম।
তারিখ: ২৫ শে মার্চ ২০২১, বৃহস্পতিবার।
সময়: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ ঘটিকা, জাপান / দক্ষিণ কোরিয়া সময় রাত ১০:০০ ঘটিকা, মালয়েশিয়া / সিঙ্গাপুর / হংকং সময় রাত ৯:০০ ঘটিকা, অস্ট্রেলিয়া সময় রাত ১২:০০ ঘটিকা