ভোটের আগেই খেলা শুরু, বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ৪ তৃণমূল কর্মী জখম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৬ এএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৫১ এএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
নেতারা বলেছিলেন, খেলা হবে। সেই খেলা শুরুর বাঁশি বেজে গেল গত শুক্রবার দিনভর।
আজ শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের আগের দিনই রক্তাক্ত হলো অন্তত দুটি জেলা।
মেদিনীপুরের শালবনী থানার বাগমারীর জয়কুসমি গ্রামে জঙ্গলের মধ্যে একটি গাছের ডালে মিলল লালমোহন সোরেন নামে ৩০ বছরের এক যুবকের মৃতদেহ। বিজেপির দাবি, লালমোহন তাদের কর্মী ছিলেন ও তৃণমূলের সন্ত্রাসীরা তাকে অপহরণ করে হত্যা করার পর গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। বিজেপির স্থানীয় নেতা শমিত দাসের অভিযোগ, তৃণমূলই এই কাজের পিছনে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, দিদির খেলা শুরু হয়ে গেল। কত প্রাণ যাবে কে জানে? মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি বিশ্বনাথ পান্ডব নিহতের স্ত্রী ফুলমনি সোরেনকে উদ্ধৃত করে বলেছেন, লালমোহন সোরেন রাজনীতি করতেন না। বিজেপি হাওয়া গরম করছে। গত শুক্রবারই ভোটের আগের রাতে বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের একটি পার্টি অফিসে জোরালো বোমা বিস্ফোরণে চারজন তৃণমূল কর্মী জখম হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা শ্যামল সাঁতরা অভিযোগ করেন যে, বিজেপি ও সংযুক্ত মোর্চার কর্মীরা তৃণমূল পার্টি অফিস আক্রমণ করে বিস্ফোরণ ঘটায়। ভোটের আগেই এই হিংসা নির্বাচন কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।