যুক্তরাজ্য বিএনপির সভাপতির বাড়িতে হামলায় আমিরাত জাতীয়তাবাদী ফোরামের নিন্দা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ৩০ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৫৯ পিএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে আওয়ামীলীগ সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এর নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে সংগঠনের পক্ষে যুগ্ম-আহবায়ক এম হোসেন বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সিলেটের বাড়িতে আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলা গনতন্ত্রের শেষ চিহ্নটুকু মুছে ফেলতে সরকারের একটি দূর্বিনীত উদ্দ্যোগ। এই ঘটনা বর্তমান অবৈধ সরকারের আর একটি হিংসশ্রয়ী অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ।
এম. এনাম হোসেন বলেন, ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় ঠিকে থাকার জন্য সন্ত্রাসকে অবলম্বন হিসেবে নিয়েছে। তাই শান্তি, স্বস্থি ও জননিরাপত্তাকে বিসর্জন দিয়ে তারা পুরো দেশকে একটি সশস্ত্র ও ত্রাসের জগতে পরিনতি করে রেখেছে। এভাবে ভয়ভীতি, শঙ্কা ও আতঙ্কের পরিবেশ বজায় রেখে গনপ্রতিবাদকে চাপা দিয়ে রাখাটাই হচ্ছে তাদের মুল লক্ষ্য। তাই জনসমাজে সন্ত্রাসীদের শাসনই সর্বত্র বিরাজমান।
তিনি আরও বলেন, এভাবে একটি দেশ চলতে পারেনা। কথায় কথায় গুম খুন মামলা হামলা, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ এইটা একটা বিরোধী দল দমানোর আওয়ামী রাজনীতর ঐতিহ্যে পরিনত হয়েছে। এইটি বন্ধ করতে হবে।
এমএ মালিকের বাড়িতে হামলায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।