

মুক্ত গণমাধ্যম সূচকে ফের একধাপ পিছিয়ে বাংলাদেশ ১৫২তম স্থানে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:০০ এএম, ৪ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:২১ এএম, ২৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৩

বিশ্ব মুক্ত গণমাধ্যমের সূচকে ফের একধাপ পেছালো বাংলাদেশ। গত বছরের তুলনায় ফের এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সম্প্রতি ২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। সূচকে দেখা গেছে এবারও এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আরএসএফ মোট ১৮০টি দেশের তালিকা প্রকাশ করেছে। তালিকায় ৪৯ দশমিক ৭১ পয়েন্ট পেয়ে বাংলাদেশ জায়গা করে নিয়েছে ১৫২তম স্থানে। আর শীর্ষ ১০ দেশ হলো- নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, কোস্টারিকা, নেদারল্যান্ডস, জ্যামাইকা, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ড। এদিকে ২০২০ সালেও এই তালিকায় বাংলাদেশ ছিল ১৫১তম স্থানে। ২০১৯ সালে ছিল ১৫০তম স্থানে। টানা দুই বছর একধাপ করে পেছালো বাংলাদেশ। আরএসএফ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই সূচক তৈরি করে। কোন দেশের গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করছে তার ওপর ভিত্তি করে এই সূচক প্রকাশ করা হয়। ২০০২ সাল থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সূচক প্রকাশ করছে আরএসএফ।