বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধান নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ২২ মে,শনিবার,২০২১ | আপডেট: ০২:৩৯ এএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরু নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইব্রাহিম আত্তাহিরুর সঙ্গে থাকা আরো অন্তত ১১ জন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২১ মে) বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় এ দুর্ঘটনা ঘটেছে বলে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
নাইজেরীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
উল্লেখ্য, গত জানুয়ারিতেই সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন ৫৪ বছর বয়সী আত্তাহিরু। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।