![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
মালয়েশিয়ায় দুই পাতাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:০৬ পিএম, ২৫ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৪১ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
![Text](/assets/images/1621933600.jpg)
মালয়েশিয়ায় মাটির নিচে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ১৬৬ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৪৭ জনের অবস্থা গুরুতর।
গতকাল সোমবার (২৪ মে) রাত ৮ টার দিকে দেশিটির রাজধানী কুয়ালালামপুরের আমপাং ও কুয়ালালামপুর কনভেনশন সেন্টার (কেএলসিসি)-এর মাঝামাঝি এলাকায় এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামার সব শেষ খবরে বলা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত ১৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত হয়েছে ৪৭ জন। ট্রেন দুটির একটি খালি ছিল এবং অপর ট্রেনটিতে ২১৩ জন যাত্রী ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, ফায়ার অ্যান্ড রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের নিকটস্ত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো যাত্রী নিহত হয়েছে কি না নিশ্চিত করা যায়নি।
এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশী প্রবাসী হতাহত হয়েছে কি না এ বিষয়েও কোনো খবর পাওয়া যায়নি।
দেশটির পরিবহনমন্ত্রী দাতুক সেরি ওয়ে কা সিওং জানিয়েছেন, রাতে কেএলসিসি স্টেশনটির কাছে দু’টি এলআরটি কেলানা জয়া লাইন ট্রেনের সংঘর্ষে গুরুতর আহত হয়ে কমপক্ষে ১৬৬ জন আহত হয়েছেন।
স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাত ৮ টার পরে যাত্রীবাহী একটি ট্রেনের সাথে পরীক্ষার জন্য লাইনে থাকা অপর একটি ট্রেনের সংঘর্ষ হয়।
এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন এক বিবৃতিতে আহতদের দ্রুত সুচিকিৎসা ও ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমটি গঠনের নির্দেশ দিয়েছেন।