পিএসজির জয় উপভোগ করলো মেসি-রামোস, ডি মারিয়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৩ পিএম, ১৫ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৪৫ পিএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
লিগ ওয়ানে ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ। পিএসজির দলে ছিলেন না তারকা সব ফুটবলাররা। মাঠে না থাকার দলে ছিলেন মেসি, নেইমার, রামোস, ডি মারিয়া। তারপরও উজ্জ্বল প্যারিসের দলটি।
গতকাল শনিবার (১৪ আগস্ট) রাতে স্ত্রাসবুরকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন বার্সা থেকে প্যারিসে পাড়ি দেয়া লিওনেল মেসি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ও সন্তানরা।
পিএসজির হয়ে একটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে, অবদান রেখেছেন দু’টিতে। তাদের অন্য তিন গোলদাতা মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। শেষ ১০ মিনিট একজন কম নিয়ে খেলা স্ত্রাসবুরের গোল দু’টি করেছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।
ম্যাচের আগে থেকে পার্ক দি প্রিন্সেসে ছিল উৎসবের আবহ। এবারের গ্রীষ্মের দলবদলে পিএসজি শিবিরে নতুন যোগ হওয়া খেলোয়াড়দের একসাথে পরিচয় করিয়ে দেয়া হয়। উপস্থিতি ছিলেন লিওনেল মেসি, সার্জিও রামোসসহ অন্যরা।
প্রথমার্ধেই তিন গোল করে পিএসজি। তিন মিনিটে গোলের শুরুটা করেন ইকার্দি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। দুই মিনিট পর স্কোর ৩-০ করেন ড্রাক্সলার।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্ত্রাসবুর। ৫৩ ও ৬৪ মিনিটে দলের হয়ে একটি করে গোল করেন গামেইরো ও আজোক। ম্যাচে আসে ৩-২ ব্যবধান। ৮১ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় স্ত্রাসবুর। ডিফেন্ডার আলেকসান্দ জিকু পেছন থেকে ইকার্দিকে ফাউল করে দ্বিতীয় হলুদ দেখেন। ৮৬ মিনিটে পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন পাবলো সারাবিয়া।
দুই ম্যাচের দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে পিএসজি। দিনের অন্য ম্যাচে শিরোপাধারী লিলের জালে গোল উৎসব করে নিস। ৪-০ গোলে জিতে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। লিলের দুই ম্যাচে অর্জন মাত্র ১ পয়েন্ট।