দুঃস্বপ্ন ভুলে বিশ্বকাপ রাঙাতে চান তাসকিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৪ এএম, ১৬ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০৬ পিএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
ক্যারিয়ারের শুরু সেই ২০১৪ সালে। তার পর থেকে এ পর্যন্ত হয়ে গেছে তিনটি বিশ্বকাপ। কিন্তু তাসকিন আহমেদের ঝুলিতে তার একটির অভিজ্ঞতাই জমা পড়েছে কেবল। ২০১৫ বিশ্বকাপে খেলেছিলেন। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার যোগাড়যন্ত্র করে ফেলেছেন, এমনই সময় আসে নিষেধাজ্ঞার খবর। অবৈধ অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞার কাটায় পড়ে যান তিনি। সে নিষেধাজ্ঞা কাটিয়ে, নিজের বোলিং অ্যাকশন প্রমাণ করে তাসকিন আবারও ফিরেছেন। ইঙ্গিত দিচ্ছিলেন ক্যারিয়ার শুরুর দারুণ ছন্দে ফেরারও। তখনই আবার দুঃসংবাদ। চোট বিশ্বকাপ থেকেই ছিটকে দেয় বাংলাদেশি এই গতিতারকাকে। তাসকিন আহমেদের বিশ্বকাপ স্মৃতিটা তাই বেশ অমøমধুরই বটে। তবে সেসব তিতকুটে স্মৃতি ভুলে গিয়ে এবার সামনে তাকাচ্ছেন বাংলাদেশি এই পেসার। এবার যে বিশ্বকাপ দলে আছেন তিনি! বললেন, ‘সত্যি কথা বলতে কি দুইটা স্মৃতিই বেশ আলাদা। অতীত ভুলে বর্তমানেই নজর দিতে চাই। আর সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে আর ভালো করতে পারি।’ দীর্ঘ পাঁচ বছর পর আবারও বিশ্বকাপ আঙিনায় ফিরছেন তিনি। এর আগে তাসকিনের মাঝে রোমাঞ্চও কাজ করছে বেশ। তাসকিন বললেন, ‘আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছি এবার। আমি খুব রোমাঞ্চিত যে খেলতে পারবো, ইনশা আল্লাহ, আল্লাহ যদি নেয়।’ রোমাঞ্চ অবশ্য আরও এক কারণে কাজ করছে তার। কখনো যে খেলা হয়নি ওমানের মাঠে। নতুন দেশ, নতুন পরিস্থিতিতে খেলার জন্য মুখিয়েই আছেন তিনি। তাসকিনের ভাষ্য, ‘আমি খুবই রোমাঞ্চিত, কারণ ওমানে এর আগে আমার কখনো খেলতে যাওয়া হয়নি। এমনকি দুবাইতেও যে ইভেন্টগুলো হয়েছে আমি এখন পর্যন্ত ম্যাচ খেলিনি। ইনশা আল্লাহ আমার জন্য ওমান ও দুবাইতে খেলাটা একদম নতুন কিছু হবে, যদি সুযোগ হয়। আমি রোমাঞ্চিত, একই সময়ে আমি চাই ভালো কিছু উপহার দিয়ে ম্যাচ জেতানোর।’