ভারত থেকে হুমকি গেছে নিউজিল্যান্ডে, দাবি পাকিস্তানের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০৯ এএম, ২৪ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:৩০ এএম, ৯ সেপ্টেম্বর,সোমবার,২০২৪
পাকিস্তান সফরে গিয়ে সিরিজ শুরুর আগেই সফর বাতিল করে দেশ ছেড়ে গিয়েছিল পাকিস্তান। কারণ হিসেবে নিউজিল্যান্ড জানিয়েছিল নিরাপত্তা সমস্যার কথা। পরে জানা গেছে পাকিস্তান থেকে হামলার হুমকি দেওয়া হয়েছিল সফরকারীদের। এবার পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী দাবি করলেন, সেই দাবি আসলে পাকিস্তানের নাম করে গিয়েছে ভারত থেকে। ষড়যন্ত্রের অংশ হিসেবেই পাকিস্তানে বিদেশি দলগুলোর সফর বন্ধের পাঁয়তারা করছে ভারত, জানালেন তিনি।
পুরো বিষয়টার শুরু সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট থেকে, জানান ফাওয়াদ। তেহরিক ই তালেবান পাকিস্তানের সদস্য এহসান উল্লাহর নাম করে এক অ্যাকাউন্ট থেকে গিয়েছিল হুমকিটা। সেখানে বলা হয়, তাদের দেশে সফরে গেলে নিউজিল্যান্ড দলকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।
সেই পোস্টের পরেই ‘সানডে গার্ডিয়ান’ নামক অনলাইন পোর্টালে ফলাও করে ছাপা হয় সে খবরটা। সেই অনলাইন পোর্টাল আবার ভারতীয় রাজনীতিবিদ ও ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা এমজে আকবরের।
এরপর গত ২৪ আগস্ট তেহরিক ই লাব্বাইক নামক এক ইমেইল থেকে মার্টিন গাপটিলকে ও তার স্ত্রীকে হুমকি দেওয়া হয়। ফাওয়াদের দাবি, সেই মেইলের উৎস খুঁজে বের করেছে তার দল। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছি। সেই ইমেইল কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যোগ করা হয়নি, আর মেইলও চালা হয়েছে মোটে একটা।’
তবে সে হুমকি খুব একটা আমলে নেয়নি নিউজিল্যান্ড। পাকিস্তানের আশ্বাস পেয়ে অনুশীলনেও নেমে যায় দলটি। কিন্তু যেদিন সিরিজ শুরু, সেদিনই সুনির্দিষ্ট হুমকির কথা বলে সফর বাতিল করে বসে নিউজিল্যান্ড।
ফাওয়াদ জানান, নিউজিল্যান্ড দলকে এর ঠিক আগে হামজা আফ্রিদি নামক এক আইডি থেকে হুমকি দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, হুমকিটা আসলে ভারত থেকে ভিপিএন ব্যবহার করে দেওয়া হয়। বলেন, ‘সেই আইডি যে ডিভাইস থেকে লগইন করা ছিল, তা থেকে আরও ১৩ টা আইডিতে লগ ইন করা হতো যা আবার সব ভারতীয় তারকাদের নামে খোলা। একটা মাত্র আইডিই ছিল হামজা আফ্রিদি নামে, যা থেকে নিউজিল্যান্ডকে মেইল করা হয়, যাতে করে বোঝা যায় হুমকিটা পাকিস্তান থেকে গিয়েছে। এটা উদ্দেশ্য প্রণোদিত, যাতে করে পাকিস্তানকে অনিরাপদ দেখানো যায়।’
এরপরই সেই চাঞ্চল্যকর তথ্যটি দেন ফাওয়াদ। বলেন, ‘যে ডিভাইস থেকে হুমকি দেওয়া হয়েছে, সেটা ভারতের। মহারাষ্ট্র থেকে পাঠানো হয়েছে। ভিপিএন ব্যবহার করে এটি পাঠানো হয়েছে। এর অবস্থান দেখানো হয়েছে সিঙ্গাপুর, তবে পুরো হুমকিটা গিয়েছে ভারত থেকে।’
এক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপ কামনা করছেন তিনি। বললেন, ‘আমার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটের বিরুদ্ধেই ষড়যন্ত্র হচ্ছে। আইসিসির এসব বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।’