

বিপিএলের চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি, রানারআপ ৫০ লাখ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫১ এএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:০০ এএম, ৮ জুন,বৃহস্পতিবার,২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে টুর্নামেন্টের সময় সূচির পাশাপাশি নির্ধারণ করা হলো চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের প্রাইজ মানির পরিমাণ। বিপিএলের এবারের আসরের চ্যাম্পিয়নরা পাবে ১ কোটি টাকা। আর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচের বিজিত দলের জন্য বরাদ্ধ থাকছে ৫০ লাখ টাকা। বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন। এ বিষয়ে মল্লিক জানান, ‘প্রাইজমানি নিয়েও আমরা ইতিমধ্যেই কথা বলেছি । চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার্স আপ দলের জন্য ৫০ লাখ টাকা বরাদ্ধ করা হয়েছে।’
শুধু প্রাইজমানিই নয়, ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়েও কথা বলেন বিপিএল গভর্নিং কমিটির এই সদস্য সচিব। দেশের ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ লাখ টাকা এবং বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ হাজার ডলার ধরা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে তার ভাষ্য, ‘লোকাল প্লেয়ারদের জন্য (ক্যাটাগরি অনুসারে) ৭০, ৩৫, ২৫, ১৮, ১২ লাখ এমন করা আছে। বিদেশিরা ৭০ হাজার ডলার থেকে শুরু। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার এমন। আর ড্রাফটের বাইরে চুক্তি করলে যে কোনো দামে খেলতে পারে।’
তবে সময়সূচি এবং প্রাইজ মানি নির্ধারিণ করার হলেও এখন জানা যায়নি কোন ছয়টি ফ্রাঞ্চাইজি থাকছে এবারের বিপিএলে। মূলত করোনা নিয়ে এখনও শঙ্কা কাটেনি বিসিবির। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বলেন, ‘বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। করোনা পরিস্থিতির কারণে নিউজিল্যান্ডে দল খেলতে পারবে কি না, করোনা ফলাফল কী হবে এসব বিবেচনা করতে হয়েছে। আমাদের সব প্রস্তুতিই ছিল।’
ফ্রাঞ্চাইজি ঠিক না হলেও ছয়টি দলের নির্ধারণ করা হয়ে গেছে। এবারের দল ছয়টি হলো- ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা। এই ছয়টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের ব্যাপারে ঠিক করা হয়েছে।