ফুটবল ম্যাচে রাশিয়ার পতাকা ও জাতীয় সঙ্গীত নিষিদ্ধ করলো ফিফা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:২৮ এএম, ১ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৪:০৩ এএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা- ফিফা। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না ঘটলে ম্যাচে নিজেদের পতাকা বহন ও জাতীয় সঙ্গীত গাইতে পারবে না রাশিয়া জাতীয় ফুটবল দল। ম্যাচগুলো খেলতে হবে নিরপেক্ষ ভেন্যুতে দর্শকশূন্য গ্যালারিতে।
রাশিয়াকে আসন্ন ফিফা বিশ্বকাপে নিষিদ্ধ করার পক্ষে সরব পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের ফুটবল খেলুড়ে দেশগুলো। তবে সরাসরি নিষেধাজ্ঞার পথে হাঁটেনি ফিফা। রবিবার এক বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানায় তারা। যেটিকে ফিফা বলেছে, ‘তাৎক্ষণিক ব্যবস্থা।’ তবে ফিফার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইডেন। আগামী ২৪ মার্চ রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনাল ম্যাচ রয়েছে পোল্যান্ডের।
ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মস্কোতে। পোলিশ এফএ আগেই জানিয়ে দিয়েছে, রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। তবে রবিবার ফিফা জানায়, রাশিয়া তাদের ফুটবল ফেডারেশনের সংক্ষিপ্ত রূপ ‘আরএফইউ’ নামে নিরপেক্ষ ভেন্যুতে বাছাই পর্বের ম্যাচে অংশ নিতে পারবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞার কারণে গত দুটি সামার অলিম্পিকে রাশিয়া অংশ নিয়েছে রাশিয়ান অলিম্পিক কমিটি টিম ‘আরওসি’ নামে। ফিফা তাদের পদ্ধতিই অনুসরণ করলো।
তবে পোলিশ এফএ’র প্রধান সেজারি কুলেৎজা ফিফার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ ফিফা যে সিদ্ধান্ত নিলো তা অগ্রহণযোগ্য। আমাদের অবস্থান একই। রাশিয়ান ইউনিয়ন যেহেতু এখনো ইউক্রেনে বর্বর হামলা চালাচ্ছে এবং যুদ্ধও চলমান রয়েছে, রাশিয়ান দল যে নামেই আসুক না কেন আমরা তাদের বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলার কোনো সম্ভাবনা দেখছি না।’ ২৪ মার্চের প্লে-অফ ম্যাচে জয়ী দল ২৯ মার্চ ঘরের মাঠে খেলবে প্লে-অফ ফাইনালে। যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে সুইডেন অথবা চেক প্রজাতন্ত্র। এ ম্যাচে জিতলেই কেবল ২০২২ কাতার বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত হবে।
রাশিয়ার বিরুদ্ধে নিকট ভবিষ্যতে কোনো ম্যাচ না খেলার কথা জানিয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনও। ইংলিশ এফএ বলেছে, ‘ইউক্রেনের প্রতি আমাদের সংহতি প্রকাশ এবং রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা’ করতেই আমাদের এই সিদ্ধান্ত। জুনে মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবে রাশিয়া, যেটির আয়োজক ইংল্যান্ড। ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েত লা পেরিসিয়ান নিউজ পেপারকে বলেন, ‘ক্রীড়া বিশ্ব, বিশেষত ফুটবল এ ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে না।’ ফিফা কাউন্সিলের প্রভাবশালী সদস্য গ্রায়েত রাশিয়াকে বিশ্বকাপে নিষিদ্ধ করার পক্ষেই বলেছেন। ১৯৯২ সালে বলকান যুদ্ধের জেরে সাবেক যুগোস্লাভিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘ। সেবার ফিফা এবং উয়েফার আসরেও নিষিদ্ধ হয়েছিল যুগোস্লাভিয়া।