সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৮ পিএম, ১৭ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০১:৪১ পিএম, ১০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪
দাপুটে পারফরম্যান্সে প্রথমার্ধেই ৩ গোলের লিড নেয় লিভারপুল। ঢিমেতালে খেলা ম্যানচেস্টার সিটি দ্বিতীয়ার্ধে ২ গোল পরিশোধ করলেও লাভ হয়নি।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে সিটিকে ২-৩ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লিভারপুল।
ইব্রাহিমা কোনাতের পর লিভারপুলের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। দ্বিতীয়ার্ধের শুরু আর শেষে ব্যবধান কমান যথাক্রমে জ্যাক গ্রিলিশ ও বার্নার্দো সিলভা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় সিটি। গ্যাব্রিয়েল জেসুসের পাস ডি-বক্সে পেয়ে গ্রিলিশের নেয়া শট আটকে দেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
নবম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান ইব্রাহিমা কোনাতে। সপ্তদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। জোন স্টোনসের ব্যাকপাস পেয়ে অনেকটা সময় পেয়েও ক্লিয়ার করেননি সিটি গোলরক্ষক জ্যাক স্টেফেন।
ছুটে গিয়ে স্লাইডে জালে পাঠান মানে। প্রথমার্ধের শেষ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এই সেনেগাল স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিযোগিতায় ফেরার আভাস দেয় সিটি। ৪৭তম মিনিটে ব্যবধান কমান গ্রিলিশ। ডান দিক থেকে ফার্নান্দিনহোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে পাস দেন জেসুস। বল পেয়ে দারুণ শটে জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার গ্রিলিশ। চার মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটি গোল শোধ করে নাটকীয়তার আভাস দেন সিলভা। তবে শেষ রক্ষা হয়নি সিটির।
২০১২ সালের পর এই প্রথম এফএ কাপের ফাইনালে উঠল লিভারপুল। চলতি মৌসুমে সিটির ট্রেবল জেতার সুযোগ শেষ। মৌসুমে এরই মধ্যে লীগ কাপ জেতা লিভারপুলের চার শিরোপার সবগুলো জয়ের সম্ভাবনা টিকে থাকল ভালোভাবে।
গত ১০ই এপ্রিল প্রিমিয়ার লীগে টেবিলের শীর্ষ দুই দলের লড়াইয়ে সিটির মাঠে পিছিয়ে পড়ে ২-২ ড্র করেছিল লিভারপুল। লীগে তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে সিটি। দুই দলই জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে।