৪-৩ গোলে রিয়ালকে হারালো ম্যান সিটি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২৯ পিএম, ২৭ এপ্রিল,
বুধবার,২০২২ | আপডেট: ০১:১৫ পিএম, ২৮ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
১১ মিনিটেই ২ গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির আগে জালের দেখা পায় রিয়াল মাদ্রিদও। দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর গোল পায় দুদলই। স্কোরলাইন হয় ৩-২। সিটি ফের ব্যবধান বাড়ানোর পর ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে জাল কাঁপায় রিয়াল। বাকি সময়ে সমতায় ফেরানোর আভাস দিলেও শেষ পর্যন্ত পারেনি লস ব্লাঙ্কোরা। ম্যাচ জিতে নেয় ম্যান সিটি।
মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলের রোমাঞ্চর জয় পায় সিটি।
ইউরোপ সেরা প্রতিযোগিতাটিতে এ নিয়ে টানা তিনবার রিয়ালকে হারালো সিটি। মঙ্গলবার ঘরের মাঠে রিয়ালের ওপর আধিপত্য বিস্তার করে ম্যান সিটি। ৬০ শতাংশ বল দখলে রেখে ১৬টি শটের ৬টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। অপরদিকে ৪০ শতাংশ বল দখলে রাখা রিয়াল ১১টি শটের ৫টি রাখে লক্ষ্যে।
দ্বিতীয় মিনিটেই গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাসে ভাসান কেভিন ডি ব্রুইনা। ডান দিকে সতীর্থের পাস পেয়ে দুই জনের বাধা পেরিয়ে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান রিয়াদ মাহরেজ। আর ডাইভিং হেডে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার।
একাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। ডি ব্রুইনার পাসে ডেভিড আলাবাকে ফাঁকি দিয়ে ছয় গজ বক্সের মুখ থেকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালের বিপক্ষে টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন জেসুস। ২০১৯-২০ আসরে সবশেষ দেখা হয়েছিল দুই দলের। দুই লেগেই ২-১ ব্যবধানে জিতেছিল সিটি এবং দুই ম্যাচেই একটি করে গোল করেছিলেন জেসুস।
৩৩তম মিনিটে ম্যাচে ফেরার আভাস দেয় রিয়াল। মেন্ডির পাসে গোলটি করেন রিয়ালের হয়ে সব মিলিয়ে ৬০০তম ম্যাচ খেলতে নামা বেনজেমা। নকআউট পর্বে এই নিয়ে টানা ৪ ম্যাচে জালের দেখা পেলেন বেনজেমা। প্রবল চাপ ধরে রেখে ৫৩তম মিনিটে স্কোরলাইন ৩-১ করে সিটি। রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে আসা ফার্নান্দিনহো ডান দিক থেকে ক্রস বাড়ান ছয় গজ বক্সে আর হেডে বল জালে জড়ান ফিল ফোডেন।
২ মিনিটের মধ্যে ব্যবধান কমায় রিয়াল। বক্সে ঢুকে কোনাকুনি শটে দুর্দান্ত গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ৭৪তম মিনিটে ব্যবধান বাড়ান সিটির বার্নার্দো সিলভা। ৮২তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-৩ করেন বেনজেমা। বক্সে হেড নিতে যান তিনি। তার সঙ্গে লাফিয়ে ওঠা লাপোর্তের হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে সবশেষ চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ বেনজেমার গোল হলো ৯টি। আসরে হলো ১৪ গোল, গোলদাতার তালিকার রবার্ট লেভানদোভস্কিকে ছাড়িয়ে বসলেন শীর্ষে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমার গোল হলো ৪১ ম্যাচে ৪০টি।
আগামী ৫ই মে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর মিশনে ম্যান সিটিকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ।