ম্যানইউকে উড়িয়ে দিল ব্রাইটন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০২:২৯ পিএম, ৬ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ব্যর্থতায় মোড়ানো মৌসুম কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলো থেকে বাদ পড়া দলটি প্রিমিয়ার লীগেও ধুঁকছে। শেষ চারে থেকে মৌসুম শেষ করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে রেড ডেভিলদের জন্য। ম্যানইউর কাটে গায়ে নুনের ছিটা দিল ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন।
গতকাল শনিবার (৭ মে) রাতে ঘরের মাঠে রালফ রাংনিকের দলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
মোইসেস কেইসেদো দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। পাসকেল গ্রসের গোলের পর স্কোরলাইনে নাম তোলেন লিওনার্দো ট্রসার্ড।
৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে ম্যানইউ। একাদশ হারে শেষ হয়ে গেল তাদের চ্যাম্পিয়নস লীগের আশা। নিজেদের প্রিমিয়ার লীগ ইতিহাসে সর্বনিম্ন পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করতে যাচ্ছে ম্যানইউ। রেড ডেভিলদের মাত্র একটি ম্যাচ বাকি। সে ম্যাচে জয় পেলে পয়েন্ট দাঁড়াবে ৬১
২০১৩-১৪ মৌসুমে সর্বনিম্ন ৬৪ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছিল ইউনাইটেড।
ব্রাইটনের মাঠে বিধ্বস্ত হয়ে দুয়ো শুনতে হয়েছে ম্যানইউ ফুটবলারদের। সমর্থকেরা বলেছে, ‘তোমরা এই জার্সি পরার উপযুক্ত নও।’ দ্বিমত করেননি ব্রুনো ফার্নান্দেজ। ম্যানইউর পর্তুগিজ মিডফিল্ডার স্কাই স্পোর্টসকে বলেন, ‘আজকে আমরা যা করেছি, আমি নিজেও যেমন খেলেছি, অবশ্যই আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরার উপযুক্ত নই। আর আমি তা মেনে নিচ্ছি।’
ব্রুনো বলেন, ‘ভয়ঙ্কর বাজে পারফরম্যান্স ছিল। প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত আমরা কিছু করতে পারিনি। এই পারফরম্যান্স ও অপমানজনক হারের কারণে আমরা ¯্রফে ক্ষমা চাইতে পারি।’
ম্যাচ হারলেও প্রতিপক্ষের মাঠে লড়াই ঠিকই করেছে ইউনাইটেড। ৫৮ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নেয় ম্যানইউ। যার মধ্যে লক্ষ্যে থাকে ৫টি। অপরদিকে ৪২ শতাংশ বল দখলে রাখা ব্রাইটন ১৭টি শটের ৬টি রাখে লক্ষ্যে।
ঘরের মাঠে পঞ্চদশ মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়ে যায় ব্রাইটন। গ্রসের শট ইউনাইটেডের একজন ক্লেয়ার করতে চাইলে পেয়ে যান কেইসেদো। ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ইকুয়েডরের এই মিডফিল্ডার।
৪৯তম মিনিটে ট্রসার্ডের কাট ব্যাক পেয়ে প্রিমিয়ার লীগে নিজের প্রথম গোলের দেখা পান ব্রাইটনের স্প্যানিশ ডিফেন্ডার কুকুরেইয়া। ৫৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন গ্রস। তিন মিনিটের ব্যবধানে স্কোরশিটে নাম তোলেন ট্রসার্ড।