এবার অবসর ঘোষণা দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক লরিস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৫ পিএম, ১০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:৪৬ পিএম, ৯ অক্টোবর,
বুধবার,২০২৪
একই দিনে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন দুই তারকা ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস ও ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেল। লরিস ক্লাব ক্যারিয়ার চালিয়ে গেলেও সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন বেল।
গতকাল সোমবার (০৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানান ওয়েলস তারকা বেল। তবে ভবিষ্যতে অন্য কোনো পরিচয়ে ফুটবলে ফিরবেন নাকি আলোচিত গলফে গড়বেন পরবর্তী ক্যারিয়ার সে ব্যাপারে অবশ্য এখনো কিছুই জানাননি তিনি।
ওয়েলসের হয়ে সর্বোচ্চ ১১১ ম্যাচ খেলে রেকর্ড ৪১ গোল করেছেন বেল। ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে খেলেছেন সাউদাম্পটন, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে।
অনেকটা অনুমিতভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক হুগো লরিস। তবে চালিয়ে যাবেন টটেনহ্যামের হয়ে ক্লাব ক্যারিয়ার। ফ্রান্সের হয়ে খেলেছেন রেকর্ড ১৪৫ ম্যাচ। যার মধ্যে ১২২ ম্যাচে ছিলেন লে ব্লুদের অধিনায়ক। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আসরে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতে ফ্রান্স। যদিও কাতারে তা ধরে রাখতে পারেননি।