ওয়ার্ন-ম্যাকগ্রাকে ছাড়িয়ে অ্যান্ডারসন-ব্রড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:৫২ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
গতকালই ছুঁয়ে ফেলেছিলেন রেকর্ডটা। আজ সেটি নিজেদের করে নিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। টেস্ট ইতিহাসে সফলতম বোলিং জুটি এখন ইংল্যান্ডের পেসারদ্বয়। মাউন্ট মঙ্গানুই টেস্টে শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা জুটিকে ছাড়িয়ে গেছেন তাঁরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিল ওয়াগনারের উইকেট পেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড, তাতেই অ্যান্ডারসনের সঙ্গে জুটিতে ১০০০ উইকেট হয়ে গিয়েছিল। আজ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ডেভন কনওয়েকে বোল্ড করে প্রথম ব্রেকথ্রু এনে দেন ব্রড, সে উইকেট নিয়েই ওয়ার্ন-ম্যাকগ্রাকে ছাড়িয়ে যান তাঁরা। ১০৪ টেস্টে একসঙ্গে ১০০১টি উইকেট নিয়েছিলেন ওয়ার্ন ও ম্যাকগ্রা।
কনওয়ের উইকেটটি একসঙ্গে খেলেছেন এমন টেস্টে ব্রড ও অ্যান্ডারসনের ১০০২তম। আজ ৪ উইকেট নিয়েছেন ব্রড, চারটিই করেছেন বোল্ড। কনওয়ের পর ফিরিয়েছেন কেইন উইলিয়ামসন, টম ল্যাথাম ও টম ব্লান্ডেলকে।
২০০৩ সালে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের, ব্রডের অভিষেক ২০০৭ সালে। ২০০৮ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার একসঙ্গে খেলেন দুজন। ২০২৩ সালের মাউন্ট মঙ্গানুই টেস্ট তাঁদের ক্যারিয়ারে ১৩৩তম। এসব টেস্টে টেস্ট ইতিহাসের সফলতম পেসার অ্যান্ডারসন এখন পর্যন্ত নিয়েছেন ৫২৫টি উইকেট। আর ব্রডের ভাগ সেখানে ৪৮০টি উইকেট।
৪০ বছর পেরোনো অ্যান্ডারসনের ক্যারিয়ারে এখন পর্যন্ত উইকেট ৬৭৮টি। ৩৬ বছর পেরোনো ব্রড নিয়েছেন ৫৭১টি উইকেট।
টেস্টে সফলতম জুটির তালিকায় তিনে আছে শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাস। একসঙ্গে খেলা টেস্টে দুজনের উইকেট ৮৯৫টি। এরপর ৭৬২ উইকেট নিয়ে চারে ওয়েস্ট ইন্ডিজের পেস জুটি কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোস। শীর্ষ পাঁচে আছে অস্ট্রেলিয়ার আরেকটি জুটি—মিচেল স্টার্ক ও নাথান লায়ন। এ দুজন একসঙ্গে নিয়েছেন ৫৮০টি উইকেট।