দিনের শুরুতেই জাকিরকে হারাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৮ এএম, ৩ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৪ | আপডেট: ০৯:৫৯ এএম, ৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের লক্ষ্যে আজ পঞ্চম দিনে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছিলেন জাকির হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলছিলেন এই ওপেনার। তবে ইনিংসটাকে লম্বা করতে পারলেন না তিনি। মির হামজার বলে ৩৯ বলে ৪০ রানে থাকা জাকিরের স্টাম্প ভাঙে। সকালের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট খরচায় ৫৮ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম। তাকে সঙ্গ দিতে উইকেটে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে চতুর্থ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। যেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জাকির ও সাদমান। স্কোরবোর্ডে ৪৩ রান জমা করার পর শুরু হয় বৃষ্টি। যা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালসরা।
তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়েই খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারে ভর করে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। জাকির নিজেও ছিলেন ফিফটির পথে। তবে হঠাৎই মির হামজার বলে থামতে হয় তাকে।