সরাসরি
টস জিতে ব্যাট করছে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:২১ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০২:১৪ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বিকাল ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হারার কারণে সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিরিজে ফেরার চ্যালেঞ্জে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ম্যাচে চোট পাওয়া মুশফিক আগেই ছিটকে গেছেন বাকি দুই ম্যাচ থেকে। ফলে একাদশে আজ পরিবর্তন অবধারিত ছিল। সেক্ষেত্রে মুশফিকের জায়গায় এসেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। আজই ওয়ানডেতে অভিষেক হচ্ছেন তার। এর আগে বাংলাদেশের হয়ে ১টি টেস্ট ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দিনকাল/এসএস