‘মোবাইল গেম আর মাদককে না বলি’ স্লোগানে ফরিদপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১২ পিএম, ৯ নভেম্বর,শনিবার,২০২৪ | আপডেট: ০২:৪৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
‘মোবাইল গেম আর মাদককে না বলি’ স্লোগানে ফরিদপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয় এর মাঠে "কৃষ্ণনগর ভিলেজ কাপ ২০২৪" টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজবাড়ী জেলার সুলতানপুর ফুটবল একাদশ ১-০ গোলে ফরিদপুরের আটঘর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মোবাইল গেম ও মাদকের নেশা থেকে মুক্ত করতে হলে গ্রামগঞ্জের সর্বত্রই বেশি বেশি খেলার আয়োজন করতে হবে।
ফরিদপুর ও রাজবাড়ী জেলার তিনটি উপজেলার অন্তত ২০টি গ্রাম থেকে আসা দশ সহস্ত্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের সমাপনী আয়োজনে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এম এ মুরাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন,মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সভাপতি নান্নু মোল্লা, থানা বিএনপির সদস্য ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন আশু, কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আজিজ শেখ, কোতয়ালী যুবনেতা মোহাম্মদ মুকুল শেখ, প্রমূখ উপস্থিত ছিলেন।
দিনকাল/এসএস