স্লাভিয়ার কাছে হোঁচট খেল আর্সেনাল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:২১ পিএম, ৯ এপ্রিল,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৪৪ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনাল শেষ দিকে গোল করে জয় দেখতে পাচ্ছিলো। কিন্তু স্লাভিয়া প্রাগ যোগ করা সময়ে গোল শোধ করলে হোঁচট খায় গানারা।
গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বদলি নামা নিকোলাস পেপের ৮৬তম মিনিটের গোলে আর্সেনাল ম্যাচের লিড নেয়। ছোট ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রতীক্ষায় ছিল স্বাগতিকরা। কিন্তু ৯৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল দুর্দান্ত হেডে জালে জড়ান চেক প্রজাতন্ত্র ক্লাবের ডিফেন্ডার টমাস হোলস।
প্রতিপক্ষের মাঠে গোল করায় নিশ্চিতভাবে স্বস্তিতে স্লাভিয়া। আগামী সপ্তাহের দ্বিতীয় লেগে তারা স্বাগত জানাবে টানা চার ম্যাচ জয়হীন থাকা আর্সেনালকে।
অথচ এই স্লাভিয়া শেষবার আর্সেনালের মাঠে খেলে ৭-০ গোলে হেরেছিল, ২০০৭ সালে চ্যাম্পিয়নস লিগে। এবার তারা দারুণ প্রতিরোধ গড়ে ইংলিশ ক্লাবকে হতাশ করলো।
দিনের আরেক ম্যাচে রোমা ২-১ গোলে আয়াক্স আমস্টারডামের মাঠ থেকে জিতে ফিরেছে। ভিয়ারিয়ালের কাছে ১-০ গোলে নিজেদের মাঠে হেরেছে ডায়নামো জাগরেব।