নৌ ও বিমানপ্রধানের সাথে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১১ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০২:৩৪ পিএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫
নৌপ্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানপ্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ রবিবার স্ব স্ব বাহিনীর সদর দফতরে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।
এতে বলা হয়, সেনাপ্রধান নৌ ও বিমান বাহিনী সদর দফতরে পৌঁছালে বাহিনী প্রধানগণ তাকে স্বাগত জানান। নৌ ও বিমান বাহিনীর পক্ষ থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধানকে স্ব স্ব সদর দফতরে গার্ড অব অনার প্রদান করা হয়। সাক্ষাৎকালে বাহিনী প্রধানগণ বিদায়ী সেনাবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন। জেনারেল আজিজ আহমেদ তার দায়িত্বকালে সার্বিক সহযোগিতার জন্য নৌ ও বিমান বাহিনী প্রধানগণকে ধন্যবাদ জানান। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী ২৪ জুন অপরাহ্ণে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দায়িত্বভার হস্তান্তর করবেন।