এত মৃত্যুদন্ডের পরও স্ত্রী হত্যা কমছে না : প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪০ এএম, ২৩ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০২:০৬ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
এত মৃত্যুদন্ডের পরও দেশে স্ত্রী হত্যা কমছে না উল্লেখ করে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত একটি মামলার শুনানিকালে এ উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
আদালত বলেছেন, স্ত্রী হত্যায় আমাদের দেশে শতকরা ৮০-৯০ ভাগ মামলায় সাজা হয়, তারপরও এ অবস্থা! এরপর আদালত অন্যান্য মামলার ওপর শুনানি শুরু করেন। এর আগে ধর্ষণের মামলায় আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না বলে উষ্মা প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালত বলেছেন, ধর্ষণের মামলায় আগাম জামিনের ক্ষেত্রে গাইডলাইন অনুসরণ করা হচ্ছে না। গত ২৩ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ উষ্মা প্রকাশ করেন।