

নারায়ণগঞ্জে অগ্নিকান্ড : সজীব গ্রুপের চেয়ারম্যানসহ আটক ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ এএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫৩ এএম, ৬ ডিসেম্বর,
বুধবার,২০২৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকান্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ আট জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হাবিবুর রহমান বলেন, আটক ব্যক্তিরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম (৭০), হাসিব বিন হাশেম (৩৯), তারেক ইব্রাহিক (৩৫), তাওসীব ইব্রাহিম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), শাহান শাহ আজাদ (৪৩), মামুনুর রশিদ (৫৪) ও মো. সালাউদ্দিন (৩০)।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কিছুর পরই আমরা বলতে পারবো কেন, কোন কারণে এখানে ঘটনাটি ঘটেছিল। যাই ঘটুক এখানে হৃদয়বিধারক ও দুঃখজনক ঘটনা ঘটেছে। এখানে যারা ইন্তেকাল করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে ফিরে আসবে। সরকারিভাবে যে সাহায্য-সহযোগিতা ডিসি তাৎক্ষণিকভাবে করেছে। এ ছাড়া, আমাদের আরও যা যা করার প্রয়োজন এ দুঃখলাঘব করার জন্য আমরা সব করবো।
তিনি বলেন, একটা দুর্ঘটনা ঘটেছে, একটা হত্যা হয়েছে। অনেকগুলো মানুষ মারা গেছে, মামলাতো হবেই। মামলা হবে, তদন্ত হবে। যদি কেউ সমান্যতম দোষী প্রমাণিত হয় তাদেরও বিচার হবে। তদন্তের আগে আমরা আর কিছু বলতে চাই না। তদন্ত শেষে অবশ্যই দোষীদের আইন অনুযায়ী বিচার হবে।