মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলা : হাইকোর্টে আগাম জামিন পেলেন রিপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ এএম, ২৭ সেপ্টেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০২:৪৩ পিএম, ৮ জানুয়ারী,
বুধবার,২০২৫
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলার আসামি ইব্রাহিম আহমেদ রিপনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
জামিনের শর্তে বলা হয়েছে, তাকে পাসপোর্ট জমা দিতে হবে। এ সময়ের মধ্যে তিনি বিদেশে যেতে পারবেন না। তদন্ত কাজে তাকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ আদেশ দেন। আদালতে রিপনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। এর আগে গত ৬ সেপ্টেম্বর কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ইব্রাহিম আহমেদ রিপনসহ মোট আট জনের বিরুদ্ধে মামলা হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ আদালতে মুনিয়ার বোন নুসরাত জাহান বাদী হয়ে ওই মামলা করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।
এদিকে গত ১৮ আগস্ট মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের ঘটনায় গুলশান থানায় মামলা হয়। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। মামলার বাদী হন মোসারাতের বোন নুসরাত জাহান।