মুহিবুল্লাহ হত্যা : দুই আসামি ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ এএম, ৪ অক্টোবর,সোমবার,২০২১ | আপডেট: ০৫:১৭ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির মধ্যে দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ্ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী। তারা হলেন- উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) ও কুতুপালং তিন নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহ (২৩)। এর আগে শনিবার সন্ধ্যায় দুজনকে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে উখিয়া থানা পুলিশ। পরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দেলোয়ার হোসেন শামীম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বুধবার (২৯ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিব উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করে। শুক্রবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিম (৩৩) ওরফে লম্বা সেলিমকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সদস্যরা গ্রেফতার করে। শনিবার ভোরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে মুহিবুল্লাহ হত্যাকান্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে আরও দুজনকে গ্রেফতার করে ১৪ এপিবিএন।