হাটবাজার বসাতে অনুমতি লাগবে : মন্ত্রিসভায় খসড়া অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ এএম, ২০ মে,শুক্রবার,২০২২ | আপডেট: ০২:০৯ পিএম, ৮ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
হাটবাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২২’ শীর্ষক আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনও হাটবাজার বসানো যাবে না। স্থানীয় হাট-বাজারের জন্য জেলা প্রশাসকের অনুমতি লাগবে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ যদি সরকারের অনুমতি ছাড়া হাটবাজার বসায় তাহলে সেটা সরকার খাস জমি হিসেবে নিয়ে নেবে। এছাড়া ৫ লাখ টাকা জরিমানা এবং এক বছরের কারাদন্ড দেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া আজকের বৈঠকে ভূমি উন্নয়ন কর আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে ২৫ বিঘা পর্যন্ত যাদের জমি আছে তাদের কর দিতে হবে না। এর বেশি হলেই পুরো জমির কর দিতে হবে। কারও যদি খাজনা দেয়া ৩ বছর বাকি থাকে তাহলে প্রতি বছরের করের সঙ্গে ৬.২ শতাংশ বেশি দিতে হবে বলে এই আইনের খসড়ায় উল্লেখ রয়েছে। এছাড়া বৈঠকে ‘ভূমি সংস্কার আইন, ২০২২’, ‘জাতীয় মানসিক স্বাস্থ্য নীতি, বাংলাদেশ-২০২২’-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি গত ৭ হতে ১২ মার্চ-২০২২ মেয়াদে প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ এবং গত ২৬ ফেব্রুয়ারি হতে ১ মার্চ-২০২২ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল কর্তৃক কমিশন ওয়ান দ্য লিমিটস অব দ্য কন্টিনেন্টাল সেল্ফ (সিএলসিএস)-এর ৫৪তম অধিবেশনে বাংলাদেশ কর্তৃক মহীসোপানের অ্যামেন্ডমেন্ট সাবমিশন উপস্থাপন সম্পর্কে মন্ত্রিসভাকে জানানো হয়েছে।